| বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
পাল্্স-বাংলাদেশ সোসাইটি- একটি বেসরকারী ও অলাভজনক প্রতিষ্ঠান । এটি ২০০৮ সাল হতে হতদরিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষের আর্থ সামজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে । এরাই ধারাবাহিকতায় আন্তর্জাতিক দাতা সংস্থা Medecins du Monde, Japan( MDMJ) এর অর্থায়নে কক্সবাজার জেলার রামু উপজেলায় স্থানীয় “Strengthening Community response and resillience against COVID-19 in Rohingya refugeee camp and host Communities in Cox’sbazer ,Bangladesh. শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। উক্ত প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প মেয়াদকালীন সময়ের জন্য নি¤œ বর্ণিত পদে জনবল নিয়োগের উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা হচ্ছে।
পদের নাম -হেলথ্ এডুকেটর বেতন-ভাতা (সর্বসাকুল্যে)-২০,০০০/- সহ প্রকল্পের সুবিধাদি,পদ সংখ্যা-০৬ জন, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা-এইচ,এস,সি .পাশ
বিস্তারিত ভিজিট করুন : www.pulsebd.org
কর্মএলাকাঃ রামু উপজেলা,কক্সবাজার।
আবেদনের নিয়মাবলীঃ
আগ্রহী প্রার্থীদের কে পুর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদন পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, ২কপি পাসর্পোট সাইজের রঙ্গিন ছবি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, যোগাযোগের ফোন নং, প্রধান নির্বাহী পালস্ -বাংলাদেশ সোসাইটি,বিজিবি ক্যাম্প সংলগ্ন,ঝিলংজা ,কক্সবাজার।
উক্ত ঠিকানায় জমা দেয়ার জন্য আহবান জানানো যাচ্ছে। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
বি:দ্র: নিয়োগের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।বাচাইকৃত প্রার্থীদেরকে সাক্ষাৎকারের জন্য আহবান করা হবে।
জমা দেওয়ার শেষ তারিখঃ ২৯ জুন ২০২০ইং.
প্রধান নির্বাহী
পাল্্স-বাংলাদেশ সোসাইটি
বিজিবি ক্যাম্প সংলগ্ন , ঝিলংজা, কক্সবাজার।
Posted ১১:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
dbncox.com | ajker deshbidesh