বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
চকরিয়ায় চিংড়ি ঘেরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে দিনব্যাপী বন্দুকযুদ্ধ

নিহত ১, গুলিবিদ্ধ ৫ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ে

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া   |   শনিবার, ২৫ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   95 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিহত ১, গুলিবিদ্ধ ৫ শতাধিক রাউন্ড গুলি বিনিময়ে

চকরিয়ার উপকূলীয় চিংড়ি ঘেরের দখল-বেদখলের আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। উভয়পক্ষের গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত পাঁচজন। তবে আহতদের তাৎ্ক্ষণিকভাবে পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত সিরাজুল ইসলাম চিরিঙ্গা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম সওদাগর ঘোনা গ্রামের মো. ওমর আলীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চিংড়ি জোনের সওদাগর ঘোনা এলাকায় লিজবিহীন থাকা বিশালায়তনের একটি চিংড়ি ঘেরের দখল-বেদখলসহ আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় সশস্ত্র সন্ত্রাসী বাহিনী তথা জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিন বাহিনীর মধ্যে শনিবার দুপুর থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা শুরু হয়। দুই বাহিনীর এই বন্দুকযুদ্ধ চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময় নেজাম উদ্দিন পক্ষে থাকা সিরাজুল ইসলাম নামের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
স্থানীয়রা আরও জানান, দুই সন্ত্রাসী বাহিনীর মধ্যে সারাদিন থেমে থেমে বন্দুকযুদ্ধ চলাকালে উভয়পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ বা স্থানীয়রা।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন- লিজবিহীন থাকা চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা মৌজার বিশালায়তনের একটি চিংড়ি ঘেরের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিলেন সন্ত্রাসী জাহাঙ্গীর আলম ও নেজাম উদ্দিনের নেতৃত্বে আরেক সশস্ত্র বাহিনী। এর ধারাবাহিকতায় শনিবার দুই সন্ত্রাসী বাহিনী ্ওই চিংড়ি ঘের দখল করতে যায়। এই দখলকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে শুরু হয় বন্দুকযুদ্ধ।

এদিন সন্ধ্যার আগে জাহাঙ্গীর আলম বাহিনীর ছোড়া গুলিতে ঘের এলাকায় প্রাণ হারান নেজাম উদ্দিনের বাহিনীর সদস্য সিরাজুল ইসলাম। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। দুই পক্ষের সারাদিনব্যাপী বন্দুকযুদ্ধে আনুমানিক শতাধিক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে মুহূর্মুহু গুলির বিকট শব্দে পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন- এই ঘটনার পর দুর্গম চিংড়ি জোন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল মাঠে রয়েছে।

তিনি আরও বলেন, ‘নিহতের লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com