নিজস্ব প্রতিবেদক, উখিয়া | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
উখিয়ার কুতুপালং লম্বাশিয়া বাজার সংলগ্ন ব্র্যাক ও ডাব্লিউএফপি পরিচালিত ডিষ্টিবিউশন সেন্টার পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোঃ মোফাজ্জল হোসেন। এসময় তিনি ডিষ্টিবিউশন সেন্টারের সার্বিক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এবং সেখানে দায়িত্বরত এনজিও কর্মরত কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে চান, রোহিঙ্গাদের সেবামুলক কার্যক্রম যথাযত ভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা। পরিদর্শন শেষে ক্যাম্পের লাণিং সেন্টারে অপেক্ষমান মিয়ানমার সেনাদের হাতে নির্যাতিত ২০ জন রোহিঙ্গা নারী পুরুষের সাথে কথা বলেন। তিনি জানতে চান, তাদের উপর কি ধরনের নির্যাতন চালানো হয়েছে। এসময় রোহিঙ্গা নারীরা চোখের জ¦ল ফেলে তাদের উপর বিভৎস নির্যাতনের বর্ণনা তুলে ধরলে মুখ্য সচিব আবেগ আপ্লুত হয়ে তাদের শান্তনা দিয়ে বলেন, নাগরিক অধিকার নিয়ে স্বদেশে ফিরে যেতে হলে ধর্য্য ধরতে হবে। রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য প্রধানমন্ত্রী কাজ করছে। যাতে রোহিঙ্গাদের আর কোন দিন এদেশে আসতে না হয়। সেখানে প্রায় ঘন্টা ব্যাপী আলোচনা শেষে তিনি বালুখালী ক্যাম্প পরিদর্শন করে এনজিওদের সেবা মূলক কার্যক্রম প্রত্যক্ষ করেন। এসময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব মোঃ মোফাজ্জল হোসেন এর সাথে ছিলেন, কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসাইন, কক্সবাজার শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনার মোঃ আবুল কালাম ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী।
Posted ১২:৪৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh