দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে অভিমত জানিয়েছে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের(ওআইসি) পর্যবেক্ষক দল।
রোববার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ শেষে এই অভিমত ব্যক্ত করেন ওইআইসি’র পর্যবেক্ষক দলের সদস্যরা।
এরআগে ভোটের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন বিদেশি পর্যবেক্ষকরা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ দেখতে বিদেশি পর্যবেক্ষকরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
সকালে ঢাকার বিভিন্ন কেন্দ্র সরেজমিনে ঘুরে দেখার পর সাংবাদিকদের কাছে তাদের পর্যবেক্ষণ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
Posted ৬:২৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh