দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা বলেছেন, সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি এখন পর্যন্ত প্রায় ৪০টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা ভোট কারচুপির খবর পাওয়া যায়নি।
রবিবার দুপুরে নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে স্ত্রী সুমনা হক সুমিকে নিয়ে ভোট দিতে আসেন মাশরাফি। ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, নড়াইলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন নিশ্চিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
দেশবিদেশ /৩০ ডিসেম্বর ২০১৮/নেছার
Posted ২:২১ অপরাহ্ণ | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh