দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এমন হুমকি দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
নাম,ঠিকানাবিহীন এসএমএসে বলা হয়েছে— ‘আল্লাহু আকবর।এই কুফরি নির্বাচন বন্ধ করো, অথবা মুজাহিদদের হাতে ভয়ঙ্কর পরিণতির জন্য প্রস্তুত থাকো। যেকোনও সময় নির্বাচন কমিশন উড়িয়ে দিতে আমরা রেডি। ইনশাল্লাহ @ মুজাহিদিন।’
০১৮৮০৯০৮৭৩০ নম্বরে এই হুমকি পাঠানো হয়। তবে ইসি’র কর্মকর্তারা এ ধরনের এসএমএস পাওয়ার কথা স্বীকার করেননি।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ও কমিশন সচিবালয় অবস্থিত।
এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, এ ধরনের এসএমএস তিনি পাননি। কেউ পেয়েছেন কিনা তাও তার জানা নেই।
ইসির যুগ্ম সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বলেন, ‘এ ধরনের হুমকি আসতেই পারে। তবে এবিষয়ে আমরা উদ্বিগ্ন নই।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নাম প্রকাশ না করে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, হুমকিতে অনেকের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে নির্বাচন ভবনে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিতের জন্য সব বাহিনীকে নির্দেশনা দিয়েছে ইসি।
নির্বাচন ভবন উড়িয়ে দেওয়ার হুমকি এবারই প্রথম। প্রসঙ্গত, ১০ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন চত্বর ও নির্বাচন কমিশনারদের বাসায় ককটেল হামলা হয়েছিল।
Posted ৯:৩১ অপরাহ্ণ | শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh