| সোমবার, ০৪ মার্চ ২০১৯
আমি নি¤œস্বাক্ষরকারী শেখ মিজবাহউদ্দিন আহাম্মদ (৩৯) পিতা- শেখ কামাল উদ্দিন আহাম্মদ চৌধুরী, সাং- কাথারিয়া, থানা –বাশঁখালী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে আল মজিদ টাওয়ার, লিংকরোড, কক্সবাজার। বিগত ২ মার্চ বিকাল ৪.৩০ টার সময় আমার বাসার কাজের মেয়ে নুরনাহার (১১) পিতা- মৃত ফয়েজ আহাম্ম্দ, মাতা- হাফেজা খাতুন, সাং তিতারপাড়া, কচ্ছপিয়া, রামু জেলা- কক্সবাজার । বাসার কাউকে না বলিয়া বাহির হইয়া যায় এখনো খোজাখুজি অব্যাহত রয়েছে। সে ইতিপূর্বে ৬ ফেফ্রয়ারী বাসার কাউকে কিছু না বলিয়া কক্সবাজার শহরস্থ পিটি স্কুল এলাকায় ঘোরাঘুরি করাকালে বিকাল ৪ টার সময় আমার পরিচিতি মজিদ টাওয়ারের বাসিন্দা শাহ আলম পাইয়া আমার বাসায় নিয়া আসিলে আমি তাহার মায়ের নিকট বুঝাইয়া দিই। কিন্তু পরবর্তী ৮/১০ দিন পর তাহার মা আমাদের বাসায় নিয়া আসিলে মানবিক কারনে তাকে বাসায় রাখি । এই ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় সাধারন (এরপর পৃষ্ঠা-২ ঃ কলাম- ৭ )
নিখোঁজ বিজ্ঞপ্তি
ডায়রী করি । যার ডায়রী নং ১০০, তাং ২/৩/২০১৯ইং । মেয়েটির বর্ণনাঃ নাম -নুর নাহার , বয়স – ১১ বছর ,লম্বা -৪ফুট , গায়ের রং -ফর্সা , মুখ মন্ডল- লম্বাটে ,স্বাস্থ্য – হালকা পাতলা, চুল লম্বা ১২-১৪ ইঞ্চি , পরনে- লাল সাদা রংয়ের প্রিন্টের কামিজ ও গোলাপী রংয়ের সেলোয়ার ও আঞ্চলিক ভাষায় কথা বলে।
যোগাযোগ
মোহাম্মদ বেলাল
০১৮১২- ৭৬৮২৫০
Posted ১২:৩৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০১৯
dbncox.com | ajker deshbidesh