বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
মহেশখালীতে বিএনপি নেতা শফি হত্যা

নাহিদসহ ৫ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

মহেশখালী প্রতিনিধি   |   সোমবার, ২৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাহিদসহ ৫ আসামির জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

মহেশখালী উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শহীদ শফিউল আলম শফি হত্যা মামলার অন্যতম আসামি আ স ম জাহেদুল হক নাহিদসহ পাঁচ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত ।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শুনানি শেষে মহেশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন খারিজ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন । আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন পলাতক থাকার পর (সোমবার) আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।

এ সময় রাষ্ট্রপক্ষ মামলার নথিপত্র উপস্থাপন করে জামিনের তীব্র বিরোধিতা করলে আদালত আবেদন নামঞ্জুর করেন । প্রসঙ্গত, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে ২০২৪ সালের ৫ আগস্ট রাত ১১ টার দিকে বানিয়ার দোকান এলাকায় হামলার শিকার হয়ে শহীদ শফিউল আলম শফি নিহত হন । পরদিন নিহতের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নাহিদসহ একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য উঠে আসে । বাদীপক্ষ জানায়, “দীর্ঘদিন পর আসামিরা আইনের হাতে আসায় আমরা আশাবাদী। আদালতের এ নির্দেশ ন্যায়বিচারের পথে বড় অগ্রগতি। আমরা দ্রুত বিচার আশা করি।”
বাদীর আইনজীবী বলেন, “প্রাথমিক তদন্তেই আসামিদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই আদালত জামিন না দিয়ে সঠিক ও যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছেন।”

পুলিশ সূত্র জানায়, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে এবং আসামিদের গ্রেপ্তার ও হাজিরা মামলার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ধাপ ।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com