দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
মিমি চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে ‘গ্যাংস্টার’ সিনেমায় অভিনয় করেন যশ দাসগুপ্ত। এ সিনেমার মাধ্যমেই ২০১৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় তার। বীরসা দাশগপ্ত পরিচালিত অভিষেক এ চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।
পরের বছর একই পরিচালকের ‘ওয়ান’ সিনেমায় অভিনয় করেন যশ। এতে নুসরাত জাহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন তিনি। আবারো নুসরাতের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন যশ। ‘সেভেন’ নামের এ সিনেমাটি পরিচালনা করছেন সাগুফতা রফিক।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে যশ দাশগুপ্ত বলেন, ‘সিনেমাটির নায়ক চিত্রনাট্য। আমরা অভিনয়শিল্পীরা শুধু গল্পকে এগিয়ে নিয়ে যাব। এ ধরনের কাজ আমি আগে কখনো করিনি। নুসরাত ও আমি খুবই নার্ভাস একই সঙ্গে উচ্ছ্বসিত।’
নুসরাত জাহান বলেন, ‘বাস্তব জীবনের ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি এবং একই সঙ্গে সিনেমাটিতে ভয়ঙ্কর ঘটনা রয়েছে। আমি নিশ্চিত, দর্শক এতে নতুন কিছু দেখতে পাবেন। যশের সঙ্গে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছি। যশ ও আমি আশা করছি, আপনাদের ভালো কিছু উপহার দিব।’
পরিচালক সাগুফতা রফিক বলেন, ‘সিনেমাটিতে যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান দম্পতির চরিত্রে অভিনয় করবেন। আর বাকি চরিত্রের জন্য এখনো অভিনয়শিল্পী নির্বাচন করিনি।’
তিনি আরো বলেন, ‘মুম্বাইয়ের পরিচালক শ্রীকান্ত মহতা হঠাৎ করেই আমার সঙ্গে যোগাযোগ করেন। শুধু তাই নয়, তিনি সাক্ষাৎ করতে কলকাতায় চলে আসেন। সুপারন্যাচারাল এবং ভৌতিক ঘরানার কিছু একটা নির্মাণ করতে বলেন। যা বাংলা চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে নেই। তারপর আমি তাকে একটি চিত্রনাট্য শেয়ার করি। এটি ছয় বছর আগে লিখেছিলাম। গল্প শোনার পর শ্রীকান্ত পছন্দ করেন এবং কাজ শুরু করতে বলেন।’
এদিকে যশ অভিনীত ‘ফিদা’ সিনেমাটি ১৩ জুলাই মুক্তি পাবে। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এ সিনেমায় ঈশানের চরিত্রে দেখা যাবে এই অভিনেতাকে। সিনেমাটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু।
দেশবিদেশ /০৬ জুলাই ২০১৮/নেছার
Posted ৯:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh