টেকনাফ অফিস | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
টেকনাফের নাফ নদীতে বিজিবি-বিজিপি মধ্যে ১০ম যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। ১২জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত বিআরএম-৫ হতে বিআরএম-৮ পর্যন্ত নাফনদীতে উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে এ যৌথ টহল অনুষ্ঠিত হয়। ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ টেকনাফ বিওপির সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে ১২সদস্যের একটি টহলদল ২টি স্পীড বোটযোগে এবং মিয়ানমারের ২নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ পেরাংপ্রু ক্যাম্পের বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের মেজর মিনথ থে এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহলদল ২ টি স্পীডবোট যোগে টহলে অংশ নেয়।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ-জামান-চৌধুরী জানান, টহল শেষে উভয়পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সম্পন্ন করেন। যৌথ টহলের মাধ্যমে উভয় দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে যা মাদকসহ সকল সীমান্ত সমস্যায় অগ্রনী ভুমিকা পালন করবে বলে জানান তিনি। উল্লেখ্য এর আগে গত ৫, ১৪, ২০ ও ২৭ মার্চ, ২০, ২২, ২৭, ৩০, জুন ও ৮জুলাই,২০১৮ইং বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ, টেকনাফ, দমদমিয়া ও হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি’র সাথে ৯ টি যৌথ টহল সুষ্ঠু ও সৌহার্দ্যপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছিল।দেশবিদেশ /১২ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh