| বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮
কক্সবাজার শহরের নাজিরার টেকের শুটকি মাছ ব্যবসায়ী হাজী ফরিদুল আলম সওদাগরের শুটকি মাছ শুকানোর মাঁচায় কাজ করার জন্য শ্রমিক হিসেবে নিয়োগদেয় মহেশখালী উপজেলার পৌরসভাস্থ ৫নং ওয়াড়ের উত্তর ঘোনার পাড়ার আবুল হোছাইন প্রকাশ বাঁশীর ছেলে শফিউল আলমকে। সুচতুর শফিউল গত ১৮ই সেপ্টেম্বর তারিখে বাড়ীর লোকজনের অনুপস্থিতির সুযোগ নিয়ে,,,বাড়ীতে থাকা সনাতন যোগের ছন্দুকের তালা ভেঙ্গে মূল্যবান সামগ্রী ও নগদ ৬০হাজার টাকা চুরি করে চলে যায়। ক্ষতিগ্রস্থ ফরিদ সওদাগর বিষয়টি জানতে পেরে শফিউল আলমের বাড়ী মহেশখালীতে এবং সম্ভাব্য স্থানে বহু খোজা খোজি করে না পেয়ে বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও শফিউল এর পিতা এবং ফরিদ সওদাগের মধ্য সালিশী বৈটক হয়। এসময় শফিউলের পিতা আবুল হোছাইন তার ছেলে কর্তৃক নিয়ে যাওয়া টাকা তিনি ফেরত দিবেন বা পরিশোধ করবেন বলে ৩শত টাকার নন-জুডিশিয়াল এষ্টাম্পে স্বাক্ষীদের উপস্থিতিতে স্বাক্ষর করেন। স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানাগেছে টাকা চুরি করে পালিয়ে থাকা শফিউল তার বড় ভাই সরওয়ার এর কক্সবাজারস্থ বাসায় আছে বলে জানাগেছে।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh