বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

নাইক্ষ‍‍্যংছড়ির মংজয়পাড়া বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি   |   মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   10 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নাইক্ষ‍‍্যংছড়ির মংজয়পাড়া বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক

(বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি বিশ লাখ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়নের অধীন মংজয়পাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের ভেতরে জিয়ানি খাল এলাকায় অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহীন এক ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. খায়রুল আলম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,অভিযান চলাকালে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা ও মাদক দমন অভিযানে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আস্থা ফিরে এসেছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com