মোঃ ইফসান খাঁন ইমন, নাইক্ষ্যংছড়ি | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 109 বার পঠিত | পড়ুন মিনিটে
বাইশফাঁড়ি বিওপির বিশেষ টহলদল দল কর্তৃক এক বিদেশি নাগরিক সহ দুইজনকে আটক করা হয়েছে। ( ৫ নভেম্বর )বুধবার সকালে ৩৪ বিজিবি অধীনস্থ বাইশ ফাঁড়ি বিওপির বিশেষ টহল দল কর্তৃক সীমান্ত পিলার-৩৭ থেকে উত্তর পশ্চিমে বাংলাদেশের অভ্যন্তরে বাইশফাঁড়ি বাজার নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।উক্ত নাগরিকদ্বয় স্বামী স্ত্রী বলে জানা যায়।পরে তাদেরকে বিকেলে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।
আটককৃত নাগরিকরা হলেন Wang Tianlong (35) চায়না পিতাঃ Wang Shou (55) চায়না গ্রামঃ Zhezhidng জেলাঃ Shanxi রাজ্যঃ Xia, চন্দ্রিমা ম্রুং গাঢ় (২৮) পিতাঃ গাব্রিয়েল ঘাগ্রা (৫০) গ্রামঃ দক্ষিণ খয়াড়াকুড়ি পোস্ট+থানাঃ হালুয়াঘাট জেলাঃ ময়মনসিংহ উক্ত চায়না নাগরিক ডিসেম্বর ২০১৯ সালে প্রথম বাংলাদেশে আসেন। তিনি পেশায় একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার।ঢাকা যমুনা ফিউচার পার্কে শপিং মলের দোকানে কাজের সূত্র ধরে পরিচয় এর মাধ্যমে বাংলাদেশি নাগরিক চন্দ্রিমা ম্রুংকে ২৭ মার্চ ২০২২ সালে বিয়ে করেন। বিয়ের পরে বসুন্ধরা ব্লক -আই, রোড নং-১ বাসা নম্বর ৮৫৪তে বসবাস করে আসছেন। তারা ৩০ মার্চ এবং ৩০ জুন ২০২৪ তারিখ চীন ভ্রমণ করেন।
তারা ১১ নভেম্বর ২০২৩ তারিখ নেপাল ভ্রমণ করেন। বিবাহিত দম্পতি ২ নভেম্বর ২০২৫ তারিখ কক্সবাজার ভ্রমনে এসে Hotel Oasis সুগন্ধা বিচে অবস্থান করেন। উপজাতি পাহাড়ি নাগরিকদের জীবনযাত্রা জানতে উক্ত দম্পতি কক্সবাজার থেকে টেকনাফ হয়ে বাইশফাঁড়ি বাজারে এসেছিল বলে জানা যায়।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর