নিজস্ব প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি | সোমবার, ০৯ জুলাই ২০১৮
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মিলনায়তন হলরুমে এ সভায় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন। বক্তব্য রাখেন, থানা’র অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) জায়েদ নুর, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ শফি উল্লাহ, সাধারন সম্পাদক মোঃ ইমরান মেম্বার, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, দৌছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ হাবিব উল্লাহ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা প্রমুখ।
সভায় উপজেলায় সম্প্রতি অপহরণ ও ডাকাতি সংঘটিত হওয়ার বিষয়ে ব্যাপক আলোচনা হয়। মাসিক আইন শৃঙ্খলা সায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার লোকজন সহ গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। দেশবিদেশ /০৯ জুলাই ২০১৮/নেছার
Posted ১০:২০ অপরাহ্ণ | সোমবার, ০৯ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh