দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
বহু জল্পনার পর অবশেষে জানা গেল রণবীর সিংহ এবং দীপিকা পাড়ুকোনের বিয়ের তারিখ। শোনা গিয়েছিল, চলতি বছরেই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। কিন্তু কখন সেটি প্রকাশ হয়নি। এবার বলি মহলের বিভিন্ন সূত্র বলছে, চলতি বছরের ২০ নভেম্বর ইতালির লেক কোমোতে বসবে রণবীর-দীপিকার বিয়ের আসর। শুধুমাত্র পরিবার এবং বন্ধুরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। দুই পরিবারের তরফে মাত্র ৩০ জনের অতিথি তালিকা তৈরি হয়েছে বলে খবর।
এর আগে ইতালিতে বিরাট-অনুষ্কার বিলাসবহুল বিয়ের অনুষ্ঠান দেখেছেন সকলে। শোনা যাচ্ছে, সেই ধাঁচেই নাকি নিজেদের বিয়ের অনুষ্ঠান ডিজাইন করেছেন এই জুটি। ২০১৩-এ মুক্তিপ্রাপ্ত ‘গোলিয়ো কে রাসলীলা রামলীলা’ ছবির সেটে নাকি প্রেমে পড়েছেন দীপিকা-রণবীর। এর পর তাদের প্রকাশ্যে বহু অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। বিদেশে ছুটি কাটানোর ভিডিও ভাইরাল হয়েছে। তবু সম্পর্ক নিয়ে খোলাখুলি কথা বলতে নারাজ তারা।
দেশবিদেশ /১৪ আগস্ট ২০১৮/নেছার
Posted ৪:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৪ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh