দেশবিদেশ রিপোর্ট | বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার হিসাবে জনাব এবিএম মাসুদ হোসেন গতকাল যোগ দিয়েছেন। তিনি এর আগে রাজধানী ঢাকায় ডিমপি’র উপ কমিশনার হিসাবে কর্মরত ছিলেন। জনাব এবিএম মাসুদ হোসেন কক্সবাজার জেলা পুলিশে যোগ দেয়ার পর বিদায়ী পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন তাঁকে স্বাগত জানান। পরে বিদায়ী পুলিশ সুপার নবাগত পুলিশ সুপারকে দায়িত্ব হস্তান্তর করে কক্সবাজারের কর্মস্থল ত্যাগ করেন। প্রসঙ্গত এক বছর আট মাস দায়িত্ব পালনের পর বিদায়ী পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন ট্যুরিষ্ট পুলিশে বদলি হন। নবাগত পুলিশ সুপার দায়িত্ব নিয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করেন।
দেশবিদেশ /১৯ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১:৩০ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh