দেশবিদেশ অনলাইন ডেস্ক | শনিবার, ২০ অক্টোবর ২০১৮
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। সারা বছরই ছোট পর্দায় ব্যস্ত থাকেন। তারই ধারাবাহিকতায় নতুন একটি ধারাবাহিকে অভিনয় শুরু করলেন তিনি। এনটিভিতে প্রচার চলতি ‘মিস্টার টেনশন’ শিরোনামের ধারাবাহিকে সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন বলে জানান। এটি নির্মাণ করছেন আদিবাসী মিজান। ধারাবাহিকটি নিয়ে এই অভিনেত্রী বেশ উচ্ছ্বসিত। এই অভিনেত্রীর আরো রয়েছে মিজানুর রহমান আরিয়ানের ‘গল্পগুলো আমাদের’, ডিকে আকাশের ‘ক্যাট হাউজ’, জাবির রাসেলের ‘বিড়ম্বনা’, তুষার খানের ‘বহে সমান্তরাল’, ইমরান হাওলাদারের ‘সালিশ মানি তালগাছ আমার’, আল হাজেনের ‘ভবঘুরে’, হিমু আকরামের চম্পাকলি’ ফজলুর রহমানের ‘উল্টো পথে উল্টো রথে’, শামিম জামানের ‘সব জান্তা শমসের’ শিরোনামের ধারাবাহিকগুলো।
Posted ২:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ২০ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh