দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
গদ ৪৪ লাখ ৪৫ হাজার টাকা, আড়াই কোটি টাকার এফডিআরসহ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ।
এ সময় তার কাছ থেকে ১২ বোতল ফেন্সিসিল এবং বিভিন্ন ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার ৩টি চেক জব্দ করা হয়।
শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে ভৈরব থেকে আটক করা হয়।
ভৈরব জিআরপি (রেল পুলিশ) ওসি আব্দুল মজিদ পাঠক ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনে থেকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, জেলার সোহেল রানা বিশ্বাসের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়া ১ কোটি ৩০ লাখ টাকার চেক (যা ২৮ অক্টোবরের তারিখ লেখা) ও তার স্ত্রীর নামে ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর সংক্রান্ত নথি ও ১২টি ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি জানান, অবৈধভাবে আয় করা এসব অর্থ নিয়ে তিনি চট্টগ্রাম থেকে নিজের গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
Posted ৯:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৬ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh