শনিবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

দুস্থ মায়েদের পুনর্বাসন করে ‘শিশুদের গ্রাম’ বাংলাদেশে

  |   শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২

দুস্থ মায়েদের পুনর্বাসন করে ‘শিশুদের গ্রাম’ বাংলাদেশে

দেশবিদেশ ডেস্ক:

১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হওয়া শিশু পল্লী প্লাস বহুমুখী গ্রাম, মা এবং শিশুদের সমর্থন করার একটি আন্তর্জাতিক উদ্যোগ নিয়ে নারী নেতৃত্বাধীন পরিবারকে একত্রে রাখতে প্রতিষ্ঠিত হয়েছিল।

পরিবারগুলিকে একসাথে রাখতে গ্রামটি এদের পুনর্বাসন করে যার মধ্যে সাক্ষরতা, বাস্তব দক্ষতা এবং নিরাপদ পরিবেশে আয়-উৎপাদন দক্ষতা অন্তর্ভুক্ত রয়েছে। কো- অর্ডিনেটর ও প্রশিক্ষক শোহেল মাহমুদ বলেন, “প্রত্যেক মা তিন বছরের জন্য এখানে আসেন। এই তিন বছরের মধ্যে আমরা তাদের ছয় মাসের প্রশিক্ষণ দিই। তাই তিন বছরের মধ্যে প্রতিটি মা ৫-৬টি প্রশিক্ষণ নেন। আমরা প্রতিটি মাকে ব্যক্তি পুনর্বাসন পরিকল্পনা দ্বারা মূল্যায়ন করি। সে জন্য আমরা প্রত্যেক মায়ের সঙ্গে আলাদাভাবে কথা বলি। আমরা তার বাসা, অবস্থান, প্রয়োজন, তার দৈনন্দিন জীবন, তার বাচ্চা, তার পারিপার্শ্বিকতা ইত্যাদি অনুযায়ী তাকে বোঝার চেষ্টা করি।

সেগুলির উপর ভিত্তি করে আমরা সেই মায়ের জন্য প্রশিক্ষণ নির্বাচন করি। “ আসলাম হোসেন খান নামের আরেক পরিচর্যা ও শিক্ষা কো-অর্ডিনেটর জানান সাক্ষরতা কার্যক্রম নিয়ে, “একজন মাকে নিয়োগের পর, আমরা তার জন্য একটি ব্যক্তি পুনর্বাসন পরিকল্পনা করি এবং তার নামে একটি ফাইল খুলি। আমরা খুঁজে বের করি তার কী ধরনের সম্ভাবনা আছে, সে ইতিমধ্যে কী জানে, সে কী জানতে চায় এবং কীভাবে সে পুনর্বাসন করতে চায়। আমরা তার উপর ভিত্তি করে তার জন্য প্রশিক্ষণ নির্বাচন করি এই হল একদিক। আরেকটি দিক হল, আমরা তাকে একটি সাক্ষরতা প্রোগ্রামে নথিভুক্ত করি কারণ প্রশিক্ষণের অন্যতম প্রধান মাপকাঠি হলো সাক্ষরতা। তাদের মধ্যে সাক্ষরতা থাকলে তারা সহজেই প্রশিক্ষণের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। যখন সে মা সাক্ষরতা প্রোগ্রামে নথিভুক্ত হন, সেখানেও তাকে একটি মূল্যায়নের মধ্য দিয়ে যেতে হয়। এমনকি মা যদি এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) এর পরেও আসেন, আমরা ‘ডিসটেন্স লার্নিং’ এর মাধ্যমে তার এইচএসসি (উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট) সম্পন্ন করার চেষ্টা করি।

ভিডিও দেখতে ক্লিক করুন:

বেশিরভাগ প্রশিক্ষণে বসতবাড়ির উপর বাগান করা, বস্তার বাগান করা, সেলাই পোশাক, বাঁশ বুনন, ফুচকা চাল তৈরি, মুদি দোকান এবং সেলাইয়ের দোকান পরিচালনা, তাঁত সামগ্রীর সজ্জা, পাটজাত পণ্য তৈরি এবং গবাদি পশু পালনের উপর জোর দেয়া হয়। নাসরিন নাহার নিপু
নামের এক প্রশিক্ষক জানান তারঁ অভিজ্ঞতার কথা, “আমি শিশু পল্লী প্লাসের গার্মেন্টস বিভাগের একজন প্রশিক্ষক। আমি মায়েদের শর্ট-হাতা টি-শার্ট, হুডি, সোয়েটার, টি-শার্ট, লম্বা- হাতা টি-শার্ট ইত্যাদি বুনতে প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণের সময় আমরা এখানে যে পোশাক তৈরি করি তা এখানে বসবাসকারী মা ও শিশুদের জন্য ব্যবহার করা হয়।
শিশুপল্লী প্লাসের একজন সমন্বয়কারী মায়া হালদার। তিনি বলেন, এখানে যে উপার্জন হয় তা বিদ্যমান সেবা চালু রাখতে এবং মা ও শিশুদের সেবা দিতে ব্যবহার করা হয়। দেশি এবং বিদেশীরা এর গ্রাহক বলেও জানান তিনি, “এখান থেকে যে আয় হয় তা এখানে বসবাসকারী মা
ও শিশুদের জন্য ব্যবহার করা হয়। আমাদের দুই ধরনের ক্লায়েন্ট আছে; বিদেশী ক্রেতা এবং স্থানীয় ক্রেতারা। বিদেশী ক্রেতাদের ক্ষেত্রে, তারা ডিজাইন বাছাই করার পরে, আমরা তাদের একটি নমুনা পাঠাই।

তারা এটি নির্বাচন করার পরে, আমরা এটি উৎপাদনের জন্য পাঠাই।আমরা সেই বাছাইকৃত পণ্যটি বাইরের প্রযোজকদের দ্বারা বা সফল মায়েদের দ্বারা তৈরি করি যারা ইতিমধ্যেই আমাদের দ্বারা এটির উপর প্রশিক্ষণ পেয়েছেন।সুত্র:A24 news agency.

আদেবি/জেইউ।

Comments

comments

Posted ৩:২৫ অপরাহ্ণ | শুক্রবার, ০৮ এপ্রিল ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com