দেশবিদেশ অনলাইন ডেস্ক | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
চিত্রনায়িকা মৌসুমী ও চিত্রনায়ক ওমর সানীর ভক্ত পুরো দেশজুড়ে। দেশের পাশাপাশি বিদেশেও রয়েছে তাদের অসংখ্য প্রবাসী ভক্ত। প্রবাসী এ বাঙালিদের আনন্দ দিতে এবার দুবাই যাচ্ছেন এই জুটি। আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় এই দুই তারকা।
এ প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘প্রবাসী বাঙালিরা বাংলা সিনেমা, নাটক ও গান নিয়মিত দেখেন। তারা আমাকে কতটা পছন্দ করেন তাদের সাথে কথা না বললে বোঝা যায় না। তাই প্রবাসীদের জন্য যেকোনো আয়োজনে না করতে পারি না। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের অনুষ্ঠানে অংশ নিয়ে তার পরদিনই হয়তো ঢাকায় ফিরবো।’
অনুষ্ঠানটি প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ভালোই লাগে। অনেকেই অনুষ্ঠানটিতে অংশ নেবেন। আমরা আগামীকাল (আজ) রওনা দেবো।’
মৌসুমি-ওমর সানী ছাড়াও এই অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস, কণ্ঠশিল্পী প্রতীক হাসান, তাসনিম আনিকা, কমেডিয়ান আবু হেনা রনি অংশ নেবেন।
Posted ২:১১ অপরাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh