দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
রণভীর ও দীপিকা। ছবি ইন্টারনেটঅবশেষে ঘটছে! আগামী ১০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং।
গত কয়েক সপ্তাহ ধরেই অবশ্য এ নিয়ে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল বাতাসে। অবশেষে জানা গেলো সেই দিনক্ষণ।
বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই পরিবারের কেউ-ই এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। সংবাদপত্রগুলো জানাচ্ছে, আগামী ১০ নভেম্বর ঢাকঢোল পিটিয়েই বিয়ের বন্ধনে জড়াবেন দীপিকা ও রণবীর সিং। দুই পরিবার মিলেই দিনক্ষণ চূড়ান্ত করেছে বলে জানা যায়। তাছাড়া ওই সময় বলিউডের এ দুই তারকার তেমন একটা ব্যস্ততা থাকছে না। ফলে ফাঁকা সময়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা সেরে ফেলতে চান দু’জনে।
ধারণা করা হচ্ছে, ভারতের বেঙ্গালুরু অথবা ইতালিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। এমনও হতে পারে দুই ভেন্যুতেই হবে অনুষ্ঠান। এখন চলছে জোর প্রস্তুতি। কনেপক্ষ কেনাকাটা শুরু করেছে। ব্যান্ড বাজিয়ে বর পক্ষ নিয়ে যাওয়ার সময় ঘনিয়ে আসছে বলে রণবীরও উচ্ছ্বসিত।
বলিউডে বিয়ের হাওয়া বহমান। আনুশকা শর্মা ও বিরাট কোহলি গত বছর ঘর বেঁধেছেন। কিছুদিন আগে সোনম কাপুর ও আনন্দ আহুজা গেছেন ছাদনাতলায়। এবার দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের চার হাত কবে এক হয়, তা দেখতে মুখিয়ে আছে সবাই।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার
Posted ৯:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh