দেশবিদেশ অনলাইন ডেস্ক | শনিবার, ৩০ জুন ২০১৮
দলীয় নির্দেশ অমান্য করে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল করিম অটলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে এনামুল করিম অটলকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।
টাঙ্গাইলের বাসাইল পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী এনামুল করিম অটলকে বৃহত্তর জাতীয় স্বার্থে দলীয় প্রার্থী থেকে ২৬ জুন প্রত্যাহার করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম এর কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপুকে সমর্থন দিয়ে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচার শুরু করে।
কিন্তু দলীয় নির্দেশ অমান্য করে এনামুল করিম অটল প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।
উল্লেখ্য, শনিবার বাসাইল পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দেশবিদেশ/ 30 জুন ২০১৮/ নেছার
Posted ২:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ৩০ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh