শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
বঙ্গবন্ধু আর্ন্তজাতিক গোল্ডকাপের প্রাথমিক দল

তালিকায় কক্সবাজারের সবুজ, ইব্রাহিম, সুশান্ত, জিকু

ক্রীড়া প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

তালিকায় কক্সবাজারের সবুজ, ইব্রাহিম, সুশান্ত, জিকু

বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে ৩১ জনের প্রাথমিক দল দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেখানে জায়গা করে নিয়েছে কক্সবাজারের ৪ কৃতি ফুটবলার সবুজ, ইব্রাহিম, সুশান্ত ও আনিসুর রহমান জিকু। এদের মধ্যে জাতীয় তারকা স্ট্রাইকার সবুজ মহেশখালী কালারমারছড়ার কৃতি সন্তান। অন্যদিকে তিন তরুণ তুর্কি ইব্রাহিম, সুশান্ত ও জিকু চকরিয়ার ডুলাহাজারার সন্তান। তবে ঠাঁই মেলেনি গত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে ম্যাচে হাস্যকর ভুল করা গোলরক্ষক শহীদুল আলম সোহেলের।
সাফে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের ৩৩তম মিনিটে আলোচিত ভুলটি করেন শহীদুল। ডান দিক থেকে একটি ফ্রি-কিক ৩৫ গজ পেরিয়ে সোজা তার দিকেই এসেছিল; কিন্তু সহজে যে বল গ্লাভসবন্দি করার কথা, সেটা তার হাত গলে ঠিকানা খুঁজে নেয়। শেষ পর্যন্ত নেপালের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্বাগতিকরা।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘বি’ গ্রুপে আছে বাংলাদেশ। গ্রুপ পর্বে স্বাগতিকদের অপর দুই প্রতিপক্ষ ফিলিপিন্স ও লাওস। ‘এ’ গ্রুপে গতবারের চ্যাম্পিয়ন নেপালের সঙ্গী ফিলিস্তিন ও তাজিকিস্তান।
আগামী ১ অক্টোবর শুরু হয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হবে ১২ অক্টোবরে।
প্রাথমিক দল: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো, রাসেল মাহমুদ, মাহফুজ হাসান প্রিতম, বিশ্বনাথ ঘোষ, টুটুল হোসেন বাদশা, ওয়ালি ফয়সাল, তপু বর্মন, সুশান্ত ত্রিপুরা, রহমত মিয়া, নাসিরউদ্দীন চৌধুরী, আরিফুল ইসলাম, ইয়াসিন খান, মামুনুল ইসলাম, আতিকুর রহমান ফাহাদ, জামাল ভূঁইয়া, মাশুক মিয়া জনি, বিপলু আহমেদ, ইমন মাহমুদ, জাফর ইকবাল, রবিউল হাসান, সাদ উদ্দিন, সোহেল রানা, ফয়সাল মাহমুদ, মোহাম্মদ ইব্রাহিম, মাহবুবুর রহমান সুফিল, শাখওয়াত হোসেন রনি, নাবীব নেওয়াজ জীবন, তৌহিদুল আলম সবুজ, মতিন মিয়া ও জাবেদ খান।

দেশবিদেশ /১৯ সেপ্টেম্বর ২০১৮/নেছার

Comments

comments

Posted ১১:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com