বিশ্বকাপ শেষ ষোলোতে বিদায় নিয়েছে লিওনেল মেসি আর্জেন্টিনা। কিন্তু মেসির আয়ে এর কোনো প্রভাবই পড়ছে না। তিনি বরং ক্রিস্টিয়ানো রোনালদো কে পেছনে ফেলে হয়ে গেছেন চলতি বছরের সবচেয়ে বেশি আয় করা ফুটবলার। ক্রিস্টিয়ানো রোনালদো ২০১৭ সালে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলার ছিলেন। তার কাছাকাছি ছিলেন ব্রাজিলের নেইমারও। কিন্তু এ বছর সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন লিওনেল মেসি। বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের একটি তালিকা প্রকাশ করেছে।
সেই তালিকায় দেখা যাচ্ছে, মেসিই হচ্ছেন সবচেয়ে বেশি আয় করা ফুটবলার। তার পরের অবস্থান ক্রিস্টিয়ানো রোনালদো ও নেইমার। ফোর্বস জানায়, স্যালারি-উইনিং বোনাস মিলিয়ে মেসি ২০১৮ অর্থ বছরে উপার্জান করেন ১১১ মিলিয়ন মার্কিন ডলার। ক্রিস্টিয়ানো রোনালদোর আয় সেখানে ১০৮ মিলিয়ন। আর নেইমার কামাবেন ৯০ মিলিয়ন মার্কিন ডলার। এই তিনজনের মধ্যে স্যালারি সবচেয়ে বেশি পাবেন মেসি। তার স্যালারির পরিমাণ ৮৪ মিলিয়ন ডলার। বিজ্ঞাপন, নানা পণ্য ও বিভিন্ন দূত হিসেবে মেসি কামাবেন ২৭ মিলিয়ন ডলার। এখানে মেসিকে পেছনে ফেলে দিয়েছেন রোনালদো। বিজ্ঞাপন, নানা পণ্য ও বিভিন্ন দূত হিসেবে রোনালদোর আয় ৪৭ মিলিয়ন ডলার। রোনালদোর বেতান সেখানে ৬১ মিলিয়ন। নেইমার অবশ্য রোনালদোর চেয়ে বেশি বেতন পাবেন। পিএসজির সাথে তার যে চুক্তি, সে হিসেবে নেইমারের বেতনের পরিমাণ ৭৩ মিলিয়ন ডলার। আর বিজ্ঞাপন-দূতিয়ালি থেকে নেইমারের আয় মাত্র ১৭ মিলিয়ন ডলার।
Comments
comments