দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
আগামী ১১ মার্চের ডাকসু নির্বাচনে টিএসসি’র সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠকদের মধ্য থেকে সাংস্কৃতিক সম্পাদক পদে স্বতন্ত্র পদপ্রার্থী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক সাদমান সাকিল।
সাদমান সাকিলের বাড়ি কক্সবাজারের লালদীঘির পাড়ে। তিনি কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন ও কক্সবাজার সরকারী কলেজের সাবেক ছাত্র।
সাদমান সাকিলের সাথে যোগাযোগ করে জানা যায় টিএসসি’র সকল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠকবৃন্দ তাকে সমর্থন দিয়েছে।
তিনি ঢাকা বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সবচেয়ে বড় ফেসবুক গ্রুপ ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের এডমিন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক।
তিনি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাবেক সাহিত্য সম্পাদক।
ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের মাধ্যমে রক্তদাতা জোগাড়, দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক জোগাড়, ক্যাম্পাসের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও ছাত্রকল্যাণমূলক কাজের জন্য আলোচিত তিনি।
Posted ১১:৩২ অপরাহ্ণ | শুক্রবার, ০১ মার্চ ২০১৯
dbncox.com | ajker deshbidesh