দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ২২ জুলাই ২০১৮
তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের হঠকারী নীতির জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। মার্কিন প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়ে হাসান রুহানি বলেছেন, ‘আমেরিকার জানা উচিত…ইরানের সঙ্গে যুদ্ধ হলে সেটি হবে সমস্ত যুদ্ধের মা।
রোববার ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ’র বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানি কূটনৈতিকদের এক অনুষ্ঠানে হাসান রুহানি বলেন, ‘মিস্টার ট্রাম্প, সিংহের লেজ নিয়ে খেলবেন না। এতে শুধুমাত্র অনুতপ্ত হওয়া ছাড়া কিছুই থাকবে না। ইরানের অন্যান্য সংবাদমাধ্যমের খবরেও একই ধরনের তথ্য জানানো হয়েছে। সূত্র : রয়টার্স।
Posted ২:১২ অপরাহ্ণ | রবিবার, ২২ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh