নিজস্ব প্রতিনিধি, টেকনাফ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
টেকনাফে কর্মরত একঝাঁক তুমুল তুখোড় তরুন সাংবাদিকদের নিয়ে ‘টেকনাফ পৌর প্রেসক্লাব’ নামে একটি নতুন সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার এ উপলক্ষে এক সভা পৌরসভার হোটেল নাফ কুইন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন টেকনাফের সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ। সভায় উপস্থিত সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ১৯ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। উপস্থিত সাংবাদিকদের সম্মতিক্রমে নবগঠিত টেকনাফ পৌর প্রেসক্লাবের সভাপতি মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক আমাদের সময়, দৈনিক দৈনন্দিন ও চট্টগ্রাম মঞ্চের টেকনাফ প্রতিনিধি আব্দুল্লাহ মনির, সিনিয়র সহ সভাপতি প্রথম আলোর টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দীন, সহ সভাপতি দৈনিক সংবাদ ও দৈনিক সৈকতের টেকনাফ প্রতিনিধি নূরুল হক, সাধারণ সম্পাদক দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাংলাভিশন ও কক্সবাজার প্রতিদিনের টেকনাফ প্রতিনিধি আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক দৈনিক গণকন্ঠ ও সকালের কক্সবাজার প্রতিনিধি নুর হাকিম আনোয়ার, সাংগঠনিক সম্পাদক দৈনিক সমকালের টেকনাফ প্রতিনিধি আব্দুর রহমান,
অর্থ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি ও রূপালী সৈকত প্রতিনিধি ফরহাদ আমিন, প্রচার সম্পাদক মোঃ রশিদ ( দৈনিক স্বাধীন মত, নিউজ টেকনাফ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল আলী ( দৈনিক যায়যায়দিন, আজকের কক্সবাজার), দপ্তর সম্পাদক মোঃ শাহীন ( দৈনিক মানবকন্ঠ, সিপ্লাস টিভি, সকালের কক্সবাজার), দপ্তর সম্পাদক সাইফুদ্দীন মামুন (তৃতীয় মাত্রা, রূপালী সৈকত, নাফ রেডিও) সহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটির প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ ( দ্যা নিউ ন্যাশন, বাংলাদেশ বেতার), উপদেষ্টা জেড করিম জিয়া ( সকালের কক্সবাজার, টেকনাফ বার্তা টুয়েন্টিফোর ডটকম )।
দেশবিদেশ /২৪ জুলাই ২০১৮/নেছার
Posted ১১:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh