শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

টেকনাফ উপজেলা যুবলীগের জরুরী সভায় বাহারছড়ার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সিদ্ধান্ত

বার্তা পরিবেশক   |   রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

টেকনাফ উপজেলা যুবলীগের জরুরী সভায় বাহারছড়ার সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সিদ্ধান্ত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে টেকনাফ উপজেলা যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ই সেপ্টেম্বর) বিকাল ৩টায় টেকনাফ পৌরসভার শাপলা চত্বরের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের ভাবমুর্তি নষ্ট ও গঠনতন্ত্র পরিপন্থী কার্যকলাপে অংশ নেওয়ায় বাহারছড়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কাদের ও সাধারণ সম্পাদক আমজাদ হোসন খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ হয়।

জরুরী সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচীতে অংশগ্রহণ না করতে যুবলীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অশালীন কথাবার্তা, ভয়-ভীতি ও হামলার হুমকি দেওয়ার অভিযোগে বাহারছড়া ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কাদের ও সাধারণ সম্পাদক আমজাদ হোসন খোকনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট জোর দাবী জানালে সভাপতি নুরুল আলম চেয়ারম্যান ও সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল কবির মেয়াদ উত্তীর্ণ বাহারছড়া ইউনিয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কাদের ও সাধারণ সস্পাদক আমজাদ হোসন খোকনের বিরুদ্ধে অনতিবিলম্বে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

একই সঙ্গে উপস্থিত সকল নেতৃবৃন্দের পরামর্শে আগামী ১৩ সেপ্টেম্বর টেকনাফ পৌর যুবলীগ, ১৪ সেপ্টেম্বর টেকনাফ সদর যুবলীগ, ১৬ সেপ্টেম্বর সাবরাং ইউনিয়ন যুবলীগ, ১৮ সেপ্টেম্বর হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগ ও ২৫ সেপ্টেম্বর বাহারছড়া ইউনিয়ন যুবলীগের জরুরী সভা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফজলুল কবিরের পরিচালনায় অনুষ্ঠিত জরুরী সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সাংগঠনিক কার্যক্রমের উপর বক্তব্য রাখেন- টেকনাফ উপজেলা যুবলীগের সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি মুজিবুল হক মুজিব, সহ সভাপতি মোঃ তৈয়ুব, সাংগঠনিক সম্পাদক জামাল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আবু, ক্রীড়া সম্পাদক নুরুল আমিন, সহ সম্পাদক সৈয়দ হোসন, সদস্য মোঃ রফিক আলম কোম্পানি, সদস্য আবদুল করিম লুলু, মোঃ সরওয়ার, পৌর যুবলীগের সভাপতি রেজাউল করিম ধইল্যা, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ, টেকনাফ সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল ফারুক মেম্বার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, সাবরাং ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু, হ্নীলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আলম নুরু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নয়ন, হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহ আজিজুর রহমান মামুন, মোহাম্মদ জামাল, বাহারছড়া ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম শামশুল আলম প্রমুখ।

জরুরী সভার শুরুতে টেকনাফ উপজেলা যুবলীগের সহ সম্পাদক, সদ্য প্রয়াত আবদু শুক্কুর বিএ এর মৃত্যুতে শোক প্রস্তাব করা হয় এবং উপস্থিত সকল নেতৃবৃন্দ দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের পাশাপাশি মহান সৃষ্টিকর্তার নিকট তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

Comments

comments

Posted ২:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com