| শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হয়েছেন প্রবীন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মাস্টার জাহেদ হোসেন। তিনি সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর স্থলাভিষিক্ত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তাকে সবার সম্মতিক্রমে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, মাস্টার জাহেদ হোসেন অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষক। একজন পরীক্ষীত, ত্যাগী, আদর্শ ও নির্ভেজাল আওয়ামী লীগ নেতা হিসেবে দলের নেতাকর্মীদের কাছে তার যথেষ্ট সুনাম রয়েছে।
এদিকে সৎ ও পরিচ্ছন্ন আওয়ামী লীগ নেতা মাস্টার জাহেদ হোসেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হওয়ায় উপজেলা আওয়ামী লীগৈর সর্বস্তরের নেতাকর্মীরা স্বাগত জানিয়েছেন। তাকে প্রয়াত
Posted ১১:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
dbncox.com | ajker deshbidesh