নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
টেকনাফ উপজেলায় জেলেদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন সাগরের মাছ আহরন।সরকারী আদেশে এটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখা হয়েছে।এতে টেকনাফ উপজেলার প্রায় ২০/ ৩০ হাজার জেলে দীর্ঘদিন ধরে মাছধরা বন্ধ রেখে বেকার অবস্হায় মানবেতর ভাবে জীবন যাপন করে আসছিল।
টেকনাফ উপজেলায় জেলেদের মাছ আহরনের বন্ধ রাখা আদেশ তুলে নিতে এবং জেলেদের দাবী দাওয়া নিয়ে আজ মঙ্গলবার কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসকের সাথে আলোচনা করছেন কক্সবাজার জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি উখিয়া-টেকনাফ সংসদীয় আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী( উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ) জাতির জনক বন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রতিষ্টাতা সেক্রেটারী বিশিষ্ট্য আইনজীবি প্রয়াত এডঃ নুর আহমদের সাহেবের সুযোগ্য সন্তান যুবনেতা
সোহেল আহমদ বাহাদুর এম এ এস এস ঢাবি।
এসময় জেলেদের প্রতিনিধি হিসেবে সাথে ছিলেন টেকনাফ উপজেলার জেলেদের বিভিন্ন সংগঠনের নেতা মো রশিদ মাঝি, মোঃ রফিক, লাল মিয়া মাঝি সহ প্রায় অর্ধশতাধিক জেলে। মান্যবর জেলা প্রশাসক জেলেদের দুর্ভিষহ অবস্হা সহ তাদের অভাব অভিযোগে কথা শুনেন এবং দ্রুত তাদের দাবী দাওয়া পুরনের তাদের আশ্বস্থ্য করেন। এতে আরো উপস্হিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাফর আলম, যুবলীগ নেতা এপিপি এডঃ নুরুল ইসলাম সায়েম সহ প্রমুখ।
Posted ১০:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh