বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নারীসহ আটক-২

টেকনাফে ২৮ হাজার ৮৭৮ পিচ ইয়াবা উদ্ধার

টেকনাফ অফিস   |   শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

টেকনাফে ২৮ হাজার ৮৭৮ পিচ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবি জওয়ানরা পৃথক অভিযান চালিয়ে ২৮ হাজার ৮৭৮পিচ ইয়াবা উদ্ধার করেছে। এসময় পাচারে জড়িত রেজিস্ট্রার্ড শরণার্থী ক্যাম্পের রোহিঙ্গা নারীসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে ৬ মাসের সাজা প্রদান করে কারাগারে প্রেরনের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, বৃহস্পতিবার বিকালে দমদমিয়া চেকপোস্টে হ্নীলা গামী একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে মাবিয়া খাতুন নামে এক নারীর ব্যাগের ভিতর হতে ৯৮৪৫পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে ধৃত নারীকে ৪৫পিচ ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ৬ মাসের সাজা প্রদান করা হয়। সে নোয়াপাড়া রেজিষ্টার্ড শরনার্থী ক্যাম্পের মো: রশিদের স্ত্রী।
এদিকে একি দিন বিকালে মেরিন ড্রাইভ সড়কের শীলখালী চেকপোষ্টে অপর একটি সিএনজিতে তল্লাশীকালে সাবের আহমদ নামে এক যুবককে ৮৯৮৫ পিচ ইয়াবাসহ আটক করা হয়। ধৃত যুবককে একিভাবে ৪৮পিচ ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাকেও ৬ মাসের সাজা প্রদান করা হয়। ধৃত যুবক ছোট হাবির পাড়া এলাকার কবির আহমদের ছেলে।
অপরদিকে বিজিবির আরেকটি টীম শীলখালী শাল বাগান এলাকায় ইয়াবা বেচাকেনার গোপন সংবাদে অভিযান চালিয়ে কাউকে আটক করতে না পারলেও ১০ হাজার পিচ ইয়াবা পরিত্যক্ত উদ্ধার করতে সক্ষম হয়। ৩টি অভিযানে জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৮৬লাখ ৬৩ হাজার ৪শ টাকা বলে জানায় বিজিবি।

Comments

comments

Posted ৮:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২১ ডিসেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com