টেশনাফ অফিস | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
টেকনাফে একটি সুপারী বাগানে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি জওয়ানরা। তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী বৃহস্পতিবার বিকালে জানান, বুধবার দিনগত রাত সাড়ে ৮টার দিকে সাবরাং বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চান্দলী পাড়া এলাকায় একটি সুপারী বাগানে তল্লাশী চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করে।
সুপারী বাগানে একটি ঝুপের ভেতর কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ইয়াবা গুলো রাখা ছিল বলে জানান তিনি। যার আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। তবে সেই সুপারী বাগানের মালিক কে, সে সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি বিজিবি। এদিকে মাদক বিরুধী অভিযানের মাঝে ইয়াবা চালান উদ্ধারের ঘটনা হ্রাস পেয়েছে। এরমাঝে বিজিবির ৪০ হাজার ইয়াবা উদ্ধারের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।
Posted ১০:৫৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh