টেকনাফ অফিস | রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮
টেকনাফে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৯ লাখ পিস পরিত্যক্ত ইয়াবার চালান জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, ৮ সেপ্টেম্বর ভোর সোয়া ৪টার দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. আছাদুদ-জামান চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান, নাজির পাড়া আড়িয়া খাল দিয়ে বাংলাদেশে প্রবেশের খবর পেয়ে নাজির পাড়া বিওপির বিশেষ টহল দল নিয়ে উক্ত স্থানে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২০-২৫ জন লোককে ৮টি বস্তা মাথায় করে খাল পার হয়ে আসতে দেখে টহলদল তাদের চ্যালেঞ্জ করে। টহলদলের উপস্থিতি লক্ষ্য করা মাত্র উক্ত লোকজন দৌড়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিবি টহলদল তাদের পিছু ধাওয়া করলে এক পর্যায়ে নিরুপায় হয়ে তাদের মাথায় থাকা বস্তা ফেলে রেখে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে বস্তাসমুহ উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২৪ কোটি টাকা মূল্যমানের ৮ লক্ষ পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। অপরদিকে ভোর ৪টায় সাবরাং বিওপির না. সুবে: মো. মোক্তার হোসেনের নেতৃত্বে একটি টহল হাড়িয়াখালী লবন মাঠে অভিযান চালিয়ে ৩ কোটি টাকার ১ লক্ষ পিস পরিত্যক্ত ইয়াবা বড়ি জব্দ করেন। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক।
Posted ২:০৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh