বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া বস্তা থেকে ১লক্ষ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ   |   বুধবার, ২৯ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   51 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে পাচারকারীর ফেলে যাওয়া বস্তা থেকে ১লক্ষ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে অভিযান চালিয়ে পাচারকারী ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ১লাখ ৮০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৮অক্টোবর) ভোরে টেকনাফ সদর ইউনিয়নের নাজির পাড়ার সাইফুলের চিংড়ি ঘের থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
পলাতক আসামী হলেন,টেকনাফ পৌরসভার খানকার ডেইল এলাকার ইমান হোসেনের ছেলে জয়নাল আবেদীন (৩৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান,মঙ্গলবার (২৮অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বিশাল চালান বাংলাদেশের নাজিরপাড়া বিওপি’র আওতাধীন নারিকেল কাঠি সংলগ্ন ‘সাইফুলের ঘের’ নামক বিরুপ ভূমি রুপের জলাবদ্ধ স্থান দিয়ে প্রবেশ করবে। এমন তথ্যে তারই নেতৃত্বে একটি চৌকস দল নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বিআরএম-৬ হতে প্রায় ৫০০গজ উত্তর-পশ্চিমে, ঘন ও গহীন ঝোপঝাড়ের আড়ালে আভিযানিক দলটি কৌশলগত অবস্থান নেয়। টহলদলের নজরদারিতে ৪/৫জন সন্দেহভাজন ব্যক্তিকে রাতের আঁধারে মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশের দিকে নাফনদী হয়ে খাল ধরে ঘেরের পানি দিয়ে মাদকের ভারী বস্তাসহ সাঁতার দিয়ে আসতে সনাক্ত করা হয়।

সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে, বিজিবি দল যখন মাদক কারবারিদেরকে আত্মসমর্পণের জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে।

তারা মাদকের বস্তাগুলো পানিতে ভাসিয়ে দিয়ে রাতের গভীর অন্ধকারের সুযোগে ডুব সাঁতার দিয়ে পার্শ্ববর্তী গ্রামে দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল ঘটনাস্থল ঘিরে পানিতে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া কয়েকটি বস্তা থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১লাখ ৮০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। বিজিবি’র পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সীমান্ত সুরক্ষায় তাদের ‘জিরো টলারেন্স’ নীতির এক সমুজ্জ্বল ও আপোসহীন দৃষ্টান্ত।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com