বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

টেকনাফে দিন দিন বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হচ্ছে, হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার : শাহজাহান চৌধুরী

আব্দুস সালাম,টেকনাফ   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে দিন দিন বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হচ্ছে, হাজার কোটি টাকা রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার : শাহজাহান চৌধুরী

জিয়াউর রহমানের মৃত্যুর পর যখন অনেকে আমাকে স্মাগলারদের এমপি বলতো, তখন টেকনাফে বৈধ ব্যবসার দ্বার উন্মোচন করতে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অনুরোধ করে টেকনাফে স্থল বন্দর ও করিডোর প্রতিষ্ঠা করি। বর্তমানে বিভিন্ন অজুহাতে এসব বৈধ ব্যবসার খাতগুলো বন্ধ হয়ে আছে। অথচ শুধুমাত্র এই স্থল বন্দর থেকেই প্রতিবছর প্রায় ১ হাজার কোটি টাকার মতো রাজস্ব সরকারের কোষাগারে জমা হতো।

প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ ও সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার করে তিনি বলেন, আমার প্রত্যাশা এ অঞ্চলের নারীরা সুশিক্ষিত হয়ে কর্মক্ষম হোক। প্রতিটি গ্রাম ও মহল্লায় ক্লাব গড়ে নারীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে ইনশাআল্লাহ।

এদিকে জেলা বিএনপির সভাপতি আক্ষেপ করে বলেন,’বিনা বিচারে আইন বহির্ভূতভাবে এই টেকনাফে অসংখ্য মানুষকে নির্বিচারে গুলি করে(ক্রসফায়ারের নামে) হত্যা করেছিল সাবেক পুলিশ কর্মকর্তা প্রদীপ কুমার দাশ। কেউ অপরাধ তথা রাষ্ট্রবিরোধী গর্হিত কর্মকান্ডে জড়িত থাকলে তাকে আইন আদালতের দ্বারস্থ করা উচিত, গুলি করে মারা নয়। বিএনপি ক্ষমতায় এলে এসব বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।’

সবশেষে তিনি স্থানীয় মা, বোন,খালা, যুবক, মুরুব্বিদেরকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট প্রদানের অনুরোধ করেন।

উক্ত উঠান বৈঠক টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ তৈয়বের সভাপতিত্বে সদর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তাহের,কলেজ ছাত্রদলের আহবায়ক উপজেলা আতা উল্লাহ ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন,জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদর বিএনপির সভাপতি আব্দুল গফুর,জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল আমিন আবুল, সদর বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সদর যুবদলের আহবায়ক মোঃ রফিক,সদর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ আলম, বিএনপি নেতা সব্বির আহমদ মেম্বার,বিএনপি নেতা সিরাজ, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আহমদ হোসেন,সাধারণ সম্পাদক আমির হামজা,সাংগঠনিক সম্পাদক নবী হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুছ, উপজেলা ছাত্রদলের শামীম প্রমূখ।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com