টেকনাফ অফিস। | বুধবার, ১১ জুলাই ২০১৮
টেকনাফে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে তাজা কার্তূজ ও খোসাসহ ২জনকে আটক করেছে। বিজিবি সূত্রে জানা যায়, ১১ জুলাই বুধবার ভোররাত আড়াই টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির নায়েক ছাবির উদ্দিনের নেতৃত্বে একটি বিশেষ একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়া রাস্তার উপর অভিযানে যায়। কিছুক্ষণ পর ২-৩ জন ব্যক্তি রাস্তায় আসতে দেখে চ্যালেঞ্জ করা মাত্র পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে ২জনকে আটক করেন।
আটককৃতরা হচ্ছে, হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার কালা চান মিয়ার পুত্র মো. রফিক (২২) ও হ্নীলা মৌলভী বাজারের দুদু মিয়ার পুত্র মো. ফরহাদ মিয়া (১৮)। এসময় তাদের শরীর তল্লাশী চালিয়ে কোমড়ে লুঙ্গির সাথে ফিটিং অবস্থায় কালো পলিথিন দিয়ে মোড়ানো দেশীয় তৈরী ৪ রাউন্ড তাজা কার্তুজ, ২ রাউন্ড খালী খোসা, চায়না স্প্রিং চাকু-১টি, ম্যান্ডেলা রাম মদ ২ বোতল, মোবাইল ফোন ১টি, টর্চ লাইট ১টি উদ্ধার করে। জব্দকৃত অবৈধ কার্তুজ, চাকু, মদ সহ ধৃত আসামীদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবি উপপরিচালক শরীফুল ইসলাম জোমাদ্দার।/দেশবিদেশ /১১ জুলাই ২০১৮/নেছার
Posted ৯:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১১ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh