মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

টেকনাফে গৃহকর্মী খুন, এক জনের অবস্থা আশংকাজনক

দেশবিদেশ রিপোর্ট   |   শনিবার, ০৩ নভেম্বর ২০১৮

টেকনাফে গৃহকর্মী খুন, এক জনের অবস্থা আশংকাজনক

টেকনাফের হোয়াইক্যংয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা প্রবাসীর বাড়িতে ঢুকে ছুরিকাঘাতে খুন করেছে আসমা আক্তার(১৬)নামে এক কিশোরীকে। এঘটনায় গৃহকর্তী হাসিনা আক্তার (৩৫) মুমুর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-পুলিশ সহ আইনশৃংখলা বাহিনীর লোকজন ঘটনাস্থলে রয়েছেন। ঘটনাটি রহস্যজনক বলছেন আশপাশের লোকজন।
জানা যায়, সৌদি প্রবাসী সৈয়দ আলমের বাড়িতে বসবাস করতো তার স্ত্রী হাসিনা আক্তার ও পালিত কন্যা আসমা আক্তার।
শুক্রবার রাতে কে বা কারা বাড়িতে ঢুকে দুই জনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় গোঙ্গানীর মতো শব্দ পেয়ে তাদের আত্মীয় শামসুর স্ত্রী শাহিনা আক্তার চিৎকার করলে লোকজন এগিয়ে এসে দুইজনকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উখিয়ার বালুখালী এলাকায় এনজিও পরিচালিত একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসমা আক্তারকে মৃত ঘোষনা করেন। মুমুর্ষ অবস্থায় হাসিনা আক্তার সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। উদ্ধারকারী আত্মীয়স্বজন জানান দুইজনকে এলোপাতাড়ী ছুরিকাঘাত করা হয়েছে। সৈয়দ আলম ও হাসিনা আক্তারের এক সন্তান রয়েছে সে কক্সবাজারে একটি আবাসিক মাদ্রাসায় পড়ালেখা করে বলে জানা গেছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল নাহিদ আদনান তাহিয়ান, টেকনাফ থানার পরিদর্শক অপারেশন শরীফুল হক, হোয়াইক্যং ফাঁড়ীর আইসি সুব্রত রায় ঘটনাস্থলে পৌঁছেছেন। হোয়াইক্যং ফাঁড়ীর আইসি কিশোরী আসমার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। মুমুর্ষ হাসিনা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

Comments

comments

Posted ১:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ নভেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com