নিজস্ব প্রতিবেদক,টেকনাফ | সোমবার, ০৬ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 15 বার পঠিত | পড়ুন মিনিটে
টেকনাফে চাঞ্চল্যকর শিশু হোজাইফা নুসরাত আফসি (৪) হত্যা মামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) এ ঘটনায় নুসরাত আফসি বাবা টেকনাফ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী-হোয়াকিয়া পাড়ার বাসিন্দা ফরিদ আহমদের ছেলে ফারেজ(১৮) ও একই এলাকার জিয়াউর রহমানের ছেলে আরফাত(১৬)।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার তদন্ত (ওসি) হিমেল রায়।
সুত্রে জানা যায়,গত ৪ অক্টোবর শনিবার দুপুরে পূর্ব পানখালীর নিজ বাড়ির উঠানে খেলা করছিল।একপর্যায়ে শিশু নুসরাত আফসিকে দেখতে না পায়ে আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নিতে থাকে।কোথাও না পেয়ে পাশ্ববর্তী দিলদার আহমদ মেম্বারের একটি পুকুর ছিল। ওই পুকুরেও ১০-১২টি জাল দিয়ে স্থানীয় বাসিন্দা খুঁজতে থাকেন।
কিন্তু কোন হদিস মেলেনি।অবশেষে ২৪ঘন্টার পর ওই পুকুরে রোববার দুপুরে শিশু আফসি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার করেন।উদ্ধার সময়ে শিশুর মৃতদেহটি নরম ছিল। কানের দুল দুটি নেই,মুখে কস্টেপের (প্লাস্টার) দাগ রয়েছে।
এর থেকে স্থানীয়রা ধারণা করছেন,এ শিশুটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।অথবা কানের দুল ছিনিয়ে নিতে এ হত্যাকান্ড ঘটিয়েছে।দুল ছিনিয়ে নেওয়াদের চিনতে পারায় তাকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।এ ঘটনায় সন্দেহভাজন আট জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
এদিকে সোমবার ৬অক্টোবর গ্রেপ্তারকৃত এজাহারনামীয়১নং আসামি কিশোর ফারেজ(১৮)ও ৭নং আসামি শিশু আরফাত(১৬)কক্সবাজার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভিকটিম হোজাইফা নুসরাত আফসি(০৪)এর কানের দুল ছিনিয়ে নেওয়ার জন্য হত্যা করেছে মর্মে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার তদন্ত (ওসি) হিমেল রায় বলেন,নিহত শিশু হোজাইফা নুসরাত আফসি বাবার দায়ের করা হত্যা মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।এগুলো তদন্তের আভ্যন্তরীণ বিষয়।তদন্ত সমাপ্ত হলে পুরোপুরি জানানো হবে।
ডিবিএন/জেইউ।
.
এ বিভাগের আরও খবর