টেকনাফ অফিস | বুধবার, ০৪ জুলাই ২০১৮
টেকনাফের পাহাড়ী স্থানে বসবাসকারী লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুর থেকে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমার নেতৃত্বে টেকনাফের হোয়াইক্যং, বাহারছড়া ও টেকনাফ উপজেলা কমপ্লেক্স সংলগ্ন পাহাড়ী সমুহে মাইকিং করা হয়। ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রনয় চাকমা জানান, অতিবৃষ্টির কারনে পাহাড় ধ্বসের আশংকা তৈরী হওয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে জনসাধারনের জান মাল রক্ষায় সচেতনমূলক অভিযানের অংশ হিসাবে বিভিন্ন স্থানে মাইকিং করা হয়েছে। সচেতনতা মূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
দেশবিদেশ /০৪ জুলা্ই ২০১৮/নেছার
Posted ১০:১৪ অপরাহ্ণ | বুধবার, ০৪ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh