দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ২০ মার্চ ২০২০
ছবি : ইন্টারনেট
জ্বর-ঠান্ডা-কাশি কিংবা সর্দি আমাদের সচারাচর হয়ে থাকে। তাই বলে যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এমন ভাবা ঠিক নয়। তবে এসব উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
শুক্রবার (২০ মার্চ) বিকেলে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এ বি এম আব্দুল্লাহ বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সচেতন থাকতে হবে। প্রবাসীদের ক্ষেত্রে বেশি সচেতন আরও থাকতে হবে। প্রবাসীদের কাছ থেকে সংক্রমিত হয়ে তা এখন ছড়িয়ে পড়ছে অন্যদের মাঝে। এ কারণে উপজেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডের পাশাপাশি কোয়ারেন্টাইনের জন্য তৈরি করা হবে।’
জ্বর হলে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে অধ্যাপক আব্দুল্লাহ বলেন, ‘সচেতন হতে হবে। টানা জ্বর, শুকনা কাশি ও শ্বাসকষ্ট কোভিড-নাইন্টিনের লক্ষণ। এগুলো না থাকলে ভাবা যাবে না কোন ব্যক্তি আক্রান্ত। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে।’
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আজিজুর রহমান সিদ্দিকী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সব হাসপাতালে আইসোলেশন আছে। চিকিৎসকদের জন্য অবস্থানভেদে পিপি সরবারহ করা হয়েছে। এ কারণে আতঙ্কিত না হয়ে অধিদপ্তরের নির্দেশাবলী মেনে চললে করোনাভাইরাস আক্রান্ত থেকে অনেকাংশে রক্ষা পাওয়া যাবে। আমরা সেভাবেই প্রস্তুত আছি।’
প্রসঙ্গ, বিশ্বজুড়ে করোনা আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি। বাংলাদেশে দিনে দিনে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শুক্রবার পর্যন্ত ২০ জনের দেহে সংক্রামক এ ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।
দেশবিদেশ/নেছার
Posted ৮:৫০ অপরাহ্ণ | শুক্রবার, ২০ মার্চ ২০২০
dbncox.com | ajker deshbidesh