মঙ্গলবার ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জোড়া খুন করে শহর ছাড়ার আগেই গ্রেপ্তার দুই খুনী

আব্দুল্লাহ আল ফরহাদ   |   বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

জোড়া খুন করে শহর ছাড়ার আগেই গ্রেপ্তার দুই খুনী

কক্সবাজার শহরের বাস-টার্মিনাল এলাকায় সোমবার মধ্যরাতে ব্যাডমিন্টন খেলা নিয়ে জোড়া খুনের ঘটনায় ২ হত্যাকারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহফুজুল ইসলাম এ তথ্য জানান। এসময় পুলিশ সুপার বলেন, ২৪ ঘন্টার মধ্যে ২ হত্যাকারীকে আটক করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে শহরের খুরুশকুল এলাকা থেকে তাদের আটক করা হয় এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ছুরি ও লোহার রড উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার। আটককৃতরা হলেন, জয়নাল আবেদিন ও কামাল উদ্দিন। তারা দুজনেই সহোদর। এর আগে সোমবার রাত সাড়ে ১১ টার দিকে বাস-টার্মিনাল এলাকার পূর্ব লারপাড়ায় ব্যাডমিন্টন খেলার সময় স্থানীয় আতিকের সাথে নিহতদের তর্কাতর্কি হয়। পরে আতিকের স্বজন জয়নাল, মিজান, মুফিজসহ আরো কয়েকজন এসে তাদের উপর হামলা চালায়। এসময় সায়েদুল ও কায়সারকে ছুরিকাঘাতে গুরুতর আহতাবস্থায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত লারপাড়া এলাকার মনু ড্রাইভারের ছেলে কায়সার হামিদ গ্রীণ লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী এবং নুরুল হুদার ছেলে সায়দুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রী।
এ ঘটনায় জড়িত অন্যান্যদের আটকে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ সুপার।

Comments

comments

Posted ২:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জানুয়ারি ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(597 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com