নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮
কক্সবাজার জেলার চারটি আসনের তিনটিতেই আওয়ামীলীগের সমান্তরালে মাঠে রয়েছেন মহাজোটের প্রধান শরীক দল জাতীয় পার্টি। এতে করে আসন সমঝোতা নিয়ে জেলার ৩টি আসনে বিপাকে পড়েছে মহাজোটের প্রধান দল আওয়ামীলীগ ও জাতীয় পার্টি। কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে জাপার কেন্দ্রীয় সদস্য আলহাজ¦ মুহিবুল্লাহ্র মনোনয়ন পত্র ২ ডিসেম্বর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ট্যাক্স ফাঁকির অভিযোগে বাতিল না হলে জেলার চারটি আসনেই আওয়ামীলীগ-জাতীয় পার্টি ভোট যুদ্ধে অন্যরকম গতিপেতো। জেলা জাতীয় পার্টির একজন নেতা আজকের দেশবিদেশকে জানান-কক্সবাজার-১ চকরিয়া পেকুয়া আসনটি একান্তই আমাদের বিগত ৫ বছর আমাদের দলের এম.পি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে চকরিয়া পেকুয়ার গনমানুষের নেতা হয়েছেন। জেলা জাপার সভাপতি এম.পি ইলিয়াছকে বাদ দিয়ে বিএনপি জামায়াতের দূর্গ আসনটিতে আওয়ামীলীগ তাদের দলীয় প্রার্থী জাফর আলমকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে। আমি কথা দিচ্ছি জাপা প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ এমপি কক্সবাজার-১ আসনে নির্বাচন করবেন, কিছুতেই পিছুটান দেবেন না।
অন্যদিকে কক্সবজার-৩ সদর-রামু আসনে আওয়ামীলীগের সমান্তরালে মাঠে রয়েছে জাতীয় পার্টি। এই আসনটিতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা টিকেটে মনোনয়ন পেয়েছেন রানিং এম.পি আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। আসনটিতে জাতীয় পার্টির প্রার্থী জেলা জাপার সাধারণ সম্পাদক মুফিজুর রহমান মনোনয়ন বৈধতার প্রশ্নে উৎরে গিয়ে কোমর বেঁধে মাঠে নেমেছেন। অন্যদিকে কক্সবাজার-৪ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন টেকনাফ উপজেলা জাপা সভাপতি মাষ্টার আবুল মনজুর। বর্তমান এম.পি বদির হাতে ইতোপূর্বে শারীরিক নিগৃহের শিকার জাপা প্রার্থী মনজুর যে কোন মূল্যে এবার মাঠে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইয়াবা সাম্রাজ্য খ্যাত আসনটিতে নৌকা প্রতীকে এবার ভোটে নেমেছেন ইয়াবা গড় ফাদার বদির সহ-ধর্মীনি শাহীন আক্তার। একটি সূত্র জানায়-মহাজোট বাদ দিয়ে একক ভাবে জেলার তিনটি আসনে নির্বাচন করার অবস্থানে নেই জাতীয় পার্টি। তাছাড়া জাপার ৩ নেতার অন্য জোটে যাওয়ারও সুযোগ নেই। সব মিলিয়ে জেলার রাজনৈতিক বোদ্ধাদের আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষদিন পর্যন্ত মহাজোটের প্রধান দু’শরীক আওয়ামীলীগ- জাতীয় পার্টির ৬ প্রার্থী সমান্তরাল থেকে ভোট যুদ্ধে করবেন, নাকি প্রত্যাহার- আপাতত এই পরিস্থিতিতে অপক্ষোয় রাখছে মহাজোটের কেন্দ্রীয় নেতৃত্ব।
Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh