| শনিবার, ০৪ আগস্ট ২০১৮
জুভেনাইল সমাজ উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় ত্রি বার্ষিক সাধারণ সভা কক্সবাজারস্থ কলাতলী রাজধানী রেস্তোরায় অনুষ্টিত হয়েছে। গত ৩ আগষ্ট বিকাল ৩টায় এ,কে,এম রিদওয়ানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, বিশেষ অতিথি পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর আশরাফুল হুদা ছিদ্দিকী জামশেদ, জাসদ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান। সাধারণ সভায় পুরাতন কমিটি ভেঙ্গে দিয়ে নির্বাচনের মাধ্যমে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদসহ ৩৩ সদস্য নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। সভায় সংস্থার নামে ব্যাংক একাউন্ট খোলা, অফিস ভাড়ার চুক্তিপত্র অনুমোদন, সম্ভাব্য উপদেষ্টা কমিটির সদস্য মনোনয়ন, সংস্থার রেজিষ্ট্রেশন করার চূড়ান্ত সিদ্ধান্তসহ সংগঠন পরিচালনার বিষয়ে আলাপ আলোচনা করে চূড়ান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সংস্থার গঠন তন্ত্র পাঠ করে শোনানোর পর সবার সম্মতি থাকায় চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। সভায় নির্বাচনের মাধ্যমে এ,কে,এম রিদওয়ানুল করিমকে সভাপতি, দিল মোঃ শাহ আলম সহ সভাপতি, মোঃ রিয়াসাত রহমান সানি সাধারণ সম্পাদক, তৌহিদুল আনোয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, খোরশেদুল আলমকে অর্থ সম্পাদক, শাহেদুল ইসলাম মনির প্রচার সম্পাদক,সাঈদ আনোয়ার তোহা দপ্তর সম্পাদক, মোঃ আল আবিদ ক্রীড়া সম্পাদক,নির্বাহী সদস্য যথাক্রমে মোহন কান্তি কর, মোঃ ইরাম, জীবন দেব নাথ সদস্য করে ১১ সদস্য কার্যকরি পরিষদ এবং আরো ২২ জনকে সাধারণ সদস্য করে একটি চূড়ান্ত পূর্নাঙ্গ কমিটি গঠিত হয়। সভা শেষে সংস্থার মনোনীত উপদেষ্টা নব নির্বাচিত পৌর মেয়র মুজিবুর রহমান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সদস্য আলহাজ্ব শফিকুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।খবর বিজ্ঞপ্তির।
Posted ১২:২৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh