দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
রাস্তায় হাঁটতে গিয়েছিল এক যুবক। এমন সময় পাহাড়ি এক সিংহের সামনে পড়ে গিয়েছিলেন তিনি। সিংহটি আক্রমণ করে তাকে। জীবন বাঁচাতে লড়াইয়ে জড়িয়ে শ্বাসরোধ করে সিংহকে মেরে ফেলে নিজেকে বাঁচালেন সেই যুবক।
সিংহ-মানুষের এমন লড়াইয়ের সাক্ষী থাকল কলোরাডো। গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, সেই যুবকের ওপর আক্রমণ করে ৩৭ কেজি ওজনের মাউন্টেন লায়ন। সর্বশক্তি দিয়ে নিজেকে সিংহের কবল থেকে মুক্ত করার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত সিংহের গলা টিপে ধরেন। আর তার ফলে শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় সিংহটির। আহত হন তিনি নিজেও।
এখন পর্যন্ত আহত ওই যুবকের নাম জানা যায়নি। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলোরাডো পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সূত্র থেকে জানা গেছে, মাউন্টেন লায়ন সচরাচর হামলা করে না। শান্ত স্বভাবের এরা।
Posted ১০:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh