শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
কক্সবাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী আতিক উদ্দিন চৌধুরী

‘জীবনটা মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই’

তারেকুর রহমান   |   বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

‘জীবনটা মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই’

কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী বলেছেন, ‘দুর্দিনে আপদে-বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছি। এখনো অবহেলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এবং এই জীবনটা মানুষের সেবায় কাটিয়ে দিতে চাই।’

এই সেবাকে আরো বড় পরিসরে করার জন্য কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসন থেকে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। প্রধানমন্ত্রী যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেন তবে আমি আমার এসব উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে পারবো বলে আশা রাখছি।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন আতিক উদ্দীন চৌধুরী। তিনি ২০০৪ সাল থেকে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে পালন করে আসছেন।

আতিক উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। দুঃসময়ে দলের জন্য কাজ করেছি। আমার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। যেকোনো সংকট সময়ে সুখে দুখে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছি। এমনকি করোনা মহামারীতে নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে ছিলাম।’

তিনি আরো বলেন, মেধা, শ্রম ও সততার সাথে জেলা কৃষকলীগের সকল নেতৃবৃন্দদের সঙ্গে নিয়ে ৬৭৯টি ওয়ার্ড, ৭১টি ইউনিয়ন ও ৪টি পৌরসভা সম্মেলনের মাধ্যমে সংগঠনকে সাংগঠিনকভাবে শক্তিশালী করি। যা সারাদেশে প্রশংসিত হয়। দলকে শক্তিশালী ও সুসংগঠিত করায় বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি কক্সবাজার জেলাকে ‘মডেল কৃষকলীগ’ হিসেবে ঘোষণা করে। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ‘বৃক্ষরোপন কর্মসূচী-২০২১’ সর্বোচ্চ গাছের চারা রোপন করায় সারাদেশে কেন্দ্রীয় কৃষকলীগ কর্তৃক কক্সবাজার জেলাকে ‘১নং জেলা’ হিসেবে স্বীকৃতি দেন। এছাড়া করোনার সময়ে শ্রমিকের অভাবে গরীব, অসহায়, কৃষকদের রোপনকৃত পাকা ধান কেটে মাড়াই করে দেয় কক্সবাজার জেলা কৃষকলীগ। আমার এই সংগঠনের সমর্থন ও সিদ্ধান্তে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী সংসদ নির্বাচনে আমি নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী।’

আতিক উদ্দিন চৌধুরী বলেন, ‘যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দিলেও তার জন্য কাজ করে যাব। আমার পুরো পরিবার নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করবে। মানুষের সেবা অব্যাহত রাখার জন্য আমি যাতে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকের মনোনয়ন পায় সেজন্য সকলের দোয়াপ্রার্থী।’

মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাসেম, কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ রশিদ আহমদ, সহ-সভাপতি এড. মোস্তাক আহমদ, আনিসুল হক চৌধুরী, জাকারিয়া চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মো.শাহাদত হোছাইন, সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ, সদস্য ইয়াকুব আলী ইমন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মনসুর আলম, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রামু উপজেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন, সহ-সভাপতি আপন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ঈদগাঁও উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ভুট্টো, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোস্তফা, শহর নেতা অনুব্রত ধর অনুপ প্রমুখ।

Comments

comments

Posted ৮:৫৭ অপরাহ্ণ | বুধবার, ০৬ সেপ্টেম্বর ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com