| বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
কক্সবাজার ইন্টারন্যাশনাল স্কুলের ৮ম শ্রেণীর মেধাবী একজন শিক্ষার্থী ঋদিমা দেব নাথ । জাতীয় শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত পঞ্চগীতি কবির গান গেয়ে জাতীয় পুরস্কার অর্জন করলেন কক্সবাজারের মেয়ে ঋদিমা দেব নাথ।
(দেশব্যাপী প্রতিভা অন্বেষণ) জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ সালে পঞ্চকবির গান গেয়ে সারাদেশে ৬৪ জেলায় ২য় স্থান অর্জন করে সে।
তার বাবার নাম সবুজ চন্দ্রনাথ এবং মায়ের নাম শাপলা দেবী। সে শ্রদ্ধেয় সংগীতগুরু মৃদুল চৌধুরীর স্যারের কাছে গান শিখেছেন। কক্সবাজার জেলাবাসী তার জন্য গর্বিত। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করছি।
Posted ৮:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ আগস্ট ২০২৩
dbncox.com | Bijoy Kumar