নিজস্ব প্রতিবেদক,মহেশখালী | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
কক্সবাজারের কৃতি সন্তান, বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ ২ফ্রেব্রুয়ারি সকাল ১০টায় মহেশখালী সফরে এসেছেন। তিনি আদিনাথ মন্দির, বড় রাখাইন পাড়ার বৌদ্ধ বিহার সহ বেশ কয়েকটি পর্যটন স্থান পরিদর্শন করে মহেশখালী উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন করেন। তিনি কক্সবাজার থেকে স্পীটবোট যোগে আদিনাথ জেটিতে পৌছলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামিরুল ইসলাম, উপজেলা, সহকারি কমিশনার ভূমি হাসান মারুফ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহমদ, পুলিশ পরিদর্শক (তদন্ত), এ.কে.এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জুলকার নাঈমসহ সরকারী কর্মকর্তারা।
সফরকালে ইসি সচিব হেলালুদ্দিন বলেন, জাতীয় নির্বাচনের মতো একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে দেশে।’ নিবন্ধিত সকল রাজনৈতিক দল এতে অংশ নিবে বলে তিনি আশা করেন।
তিনি মহেশখালী নিয়ে বলেন, মহেশখালীর পর্যটনের দারুন সম্ভাবনা রয়েছে। এখানে দেশি বিদেশি সকল মানুষ নিরাপদে ভ্রমনে আসবে দ্রুত সময়ে।
Posted ১:০৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh