শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
কক্সবাজার স্টেডিয়ামে তারার মেলায় মন্ত্রী পরিষদ সচিব

জাতীয় ক্রীড়ায় কক্সবাজার একটি অনন্য নাম

ক্রীড়া প্রতিবেদক   |   সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় ক্রীড়ায় কক্সবাজার একটি অনন্য নাম

সরকারের মন্ত্রী পরিষদ সচিব মোঃ শফিউল আলম বলেছেন, গুণীদের সম্মান জানানো অপরিহার্য সংস্কৃতি। যে দেশে গুণের সমাদর নেই, সে দেশে গুনী জন্মাতে পারে না। সার্ফিং,উশু,তায়াকোয়ানডো,ফুটবল,ক্রিকেটে কক্সবাজারের ছেলে মেয়েরা জাতির প্রতিনিধিত্ব করছে। সে জন্য জাতীয় ক্রীড়া ক্ষেত্রে কক্সবাজার একটি অনন্য সফল নাম। পর্যটনের পাশাপাশি খেলাধুলাই কক্সবাজারের এগিয়ে যাওয়ার একটি অন্যতম অনুসঙ্গ। তাই এই জেলার খেলোয়াড়দের আরো বেশি পৃষ্টপোষকতা করা গেলে জাতীয় এবং আর্ন্তজাতিক ক্ষেত্রে আরো বেশী অবদান রাখতে পারবে। আমি কক্সবাজারের সন্তান হিসাবে চেষ্টা থাকবে এই জেলার জন্য সর্বোচ্চ কিছু করতে। এ সময় তিনি কক্সবাজারে ইনডোর স্টেডিয়াম এবং বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে গ্যালারী সহ অন্যান্য অবকাঠামো গত উন্নয়ন করার প্রত্যায় ব্যাক্ত করেন। তিনি ২৩ সেপ্টেম্বর রাত ৮ টায় কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলার কৃতি খেলোয়াড়দের মিলনমেলা ও সংবর্ধনা সভায় উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি জেলা ক্রীড়া উন্নয়নে উপজেলা ক্রীড়া সংস্থা গুলোকে আরো বেশি সক্রিয় করার আহবান জানান একই সাথে জেলা ক্রীড়া সংস্থা এবং জেলা ফুটবল এসোসিয়েশনের
মধ্যে দূরত্ব কমিয়ে ফুটবলকে আরো বেশি মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার আহবান জানান। কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহিদুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এড, একে আহামদ হোসেন, জেলা জাসদের সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,জাতীয় পুরষ্কার প্রাপ্ত ফুটবলার সুনীল কৃষ্ণ দে,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী উশু এসোসিয়েশনরে সাধারণ সম্পাদক শেখ সেলিম। অনুষ্টানে পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য রতন দাশ। পরে কক্সবাজারের ৪০ জন সাবেক ও বর্তমান জাতীয় কৃতি খেলোয়াড়দের সংবর্ধিত করা হয়।

Comments

comments

Posted ১:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com