মঙ্গলবার ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলো কক্সবাজারের তিন ক্ষুদে ক্বারী

বার্তা পরিবেশক   |   রবিবার, ০৩ মার্চ ২০১৯

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতায় ইয়েস কার্ড পেলো কক্সবাজারের তিন ক্ষুদে ক্বারী

জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা- আমান সিম সাওতুল কোরআন-এ ‘ইয়েস কাডর্’ পেয়েছে কক্সবাজারের তিনজন ক্ষুদে ক্বারী। আসছে রমজানে এস এ টিভির পর্দায় অনুষ্ঠিত হবে জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা আমান সিম সাওতুল কোরআন- সিজন-৪, ২০১৯।
শনিবার (২ মার্চ) সকালে কক্সবাজার বদর মোকাম জামে মসজিদ প্রাঙ্গনে প্রজাপতি মিডিয়া আয়োজিত শুদ্ধ কোরআন তিলাওয়াতের ওপর এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এতে সর্বোচ্চ নাম্বার পেয়ে ৩ জনকে ‘ইয়েস কার্ড’ প্রদান করেছে বিচারক ।
এরা হলো- কক্সবাজার তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার আবু হুযাইফা মুহাম্মদ লাবীদ, দারুল আরকাম তাহফীযুল কুরআন মাদরাসার মোহাম্মদ জোবাইর এবং রামু জামেয়াতুল উলুম আল-ইসলামিয়ার ওমর ফারুক। এতে বিচারকের দায়িত্ব পালন করেন- বাংলাদেশ নৌবাহিনী ইমাম কারী সাইফুল ইসলাম আল হোসাইনী, কক্সবাজার দারুল আরকাম তাহফীযুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ ইউনুছ ফরাজী, কক্সবাজার দারুল কুরআন মাদরাসার সহকারী পরিচালক ক্বারী সাইফুল্লাহ।
এ বাছাই পর্বে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুফতি আবু মুছা, দৈনিক নয়াদিগন্তের কক্সবাজার সংবাদদাতা গোলাম আজম খান, কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর বার্তা সম্পাদক ইমাম খাইর, মাওলানা নুরুল্লাহ জিহাদি, সংবাদকর্মী নুরুল হক চকোরী, প্রজাপতি মিডিয়া লি. এর সহযোগী পরিচালক মো. শারীফুল ইসলাম এবং ক্যামেরা পার্সন হাসান ভুঁইয়া।
প্রজাপতি মিডিয়া প্রযোজিত আমান সিম সাওতুল কোরআনে ইয়েস কার্ড প্রাপ্ত ৩ ক্বারীকে চলতি মার্চ মাসের শেষ সপ্তাহের দিকে ‘গ্রুমিং’ এর জন্য ঢাকায় ডাকা হবে। এপ্রিল মাসের ৮ থেকে ২০ তারিখের মধ্যে তাদের নিয়ে শুটিং করা হবে। বাছাইকৃত ৩২ জন ক্বারীর রেকর্ডেট পবিত্র কোরআন তেলাওয়াত পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচার করা হবে।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্তনা পুরস্কার।

Comments

comments

Posted ১:৪১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com