দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
দৃশ্যত পাকিস্তানে জাতীয় নির্বাচনে বড় ধরনের জয় পাচ্ছেন ইমরান খান। এর ফলে দেশের বিভিন্ন স্থানে তার দল পিটিআইয়ের নেতাকর্মীরা উল্লাসে ফেটে পড়ছেন। এখনও নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয় নি। এ অবস্থায় পিটিআই প্রধান ইমরান খান তার বিজয়ের বিষয়ে কোনো বিবৃতি দেন নি। এমন কি কোনো টুইটও করেন নি। তবে তার মুখপাত্র নাঈমুল হক টুইট করেছেন।
তিনি বলেছেন, আজ স্থানীয় সময় বিকাল ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ইমরান খান। এর মধ্য দিয়ে তিনি বিজয় উদযাপন করবেন। তাকে সমর্থন দেয়ার জন্য পাকিস্তানের জনগণের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন। এবারের নির্বাচন ছিল শুভ ও অশুভ শক্তির লড়াই।
Posted ১০:০৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh